যারা তোমাদের কেড়ে নিয়েছে সতীত্বের আবরণ
উলঙ্গ করে হাঁটিয়েছে জনসমাগমে
তার মধ্যে আমিও ছিলাম, ছিল এই ভারতবর্ষ।
লজ্জাটুকু কেড়ে নিয়ে ছড়িয়ে
দিয়েছে আকীর্ণ বেদনায়।
উপড়ে নাও আমার দুটি চোখ
আবরণ আভরণ করে সাজিয়ে নাও
মুছে দাও করুণ বিষাদ।
তোমাদের কী সান্ত্বনা দেবো?
মনে রেখো মা গো, " এই দেহ ঈশ্বরের অনবদ্য সৃষ্টি,
তা কী কলুষিত হয়?"
চেয়ে দেখো লজ্জা পেয়ে অশ্রু মোছে ভারতবর্ষ
শীর্ণকায়া নদীটির বুকে।
*****