আমি কুবেরকে চাইনি ,
চাইনি তার অর্থবলের মদমত্ততা
তার কাছে মাথা নত করতে যাইনি
বরং কুবেরই আমাকে মিনতি করে বলেছে ,
“ কিছু অর্থ নাও হে নিবারণ । ”
তাকে বলেছি সূর্যের উপুড় করা রোদে
চিরকাল বেশ বেঁচে আছি
চাই না  এ অর্থবল
ফিরে যাও ধনের ভাণ্ডার  নিয়ে ।
ভালো আছি নদীমাতৃক এই দেশে
হাত পা ভিজিয়ে দিয়ে একা ।
আমি শুনেছি তোমার কাছে অর্থভিক্ষা চাইতে
ওপাড়ার ঘনশ্যাম  উদ্বেল হাসির মতো মেয়েটাকে পাঠিয়েছিল ,
জমিদার  হরেকেষ্টবাবুও অর্থভিক্ষা চেয়েছে ।
আমি হারাধন কেরাণীর ছেলে নিবারণ  
বেশ বেঁচে আছি সূর্যের উপুড় করা রোদে
চাই না বর্ষার  জলের  মতো সুখ ।


******************************************