কখন যে প্রেম আসে কখন অপ্রেম
কখন যে সুখ আসে কখন যে দুখ
কখন মিলন হয় কখন বিচ্ছেদ
জানা কী জরুরি সব?
এটুকু জানাই শুধু ভালো
কখন দারিদ্র্যের কশাঘাতে
হাঁড়ির কানায় উথলে ওঠে ভাত আর প্রাণ
কীভাবে মৃতপ্রায় শিশুটিকে রক্ত দিলে
সুর তোলে জীবনের গান ।
বাকি সব বিলাসিতা
বৃথা গুণে যাওয়া আকাশের তারা অগণন ,
এটূকুই জানা ভালো
দুমুঠো ভাত পেলে অকস্মাৎ
ভিখারিনীর লোল স্তনে বেজে নূপুর নিক্কণ।
******
ং