তোমাদের দামী দামী পোশাকের ভিতরে
দেহটা লুকিয়ে রেখে আমার হৃদয়
সোজা তালগাছে উঠে
ফুরেফুরে হাওয়ায় দিব্যি দোল খাচ্ছে ।
একটা বাবুইপাখি বলল ‘ “তুই এখানে কেন ?”
ওকে বললাম ‘ “ তোদের মাঝে থেকে
দোল খেতে কত আনন্দ দেখছি ।
ওখানে মা ভুলে গেছে শিশুর বয়স
খেলতে দেয় না
ইংরেজী মুখস্থ করতে বলছে ।
এখানে মানুষের গায়ের টাকার গন্ধ নেই
সম্মানের লালসা নেই
স্বাধীনতা আছে ।
আছে ডিমের ভিতরে স্বাধীনতার ভ্রূণ
বপন করার ইতিহাস ।
আমার কৌপীন এনে কোথায় রেখেছিস ?
আমি কৌপীনের খোঁজে এসেছি । ”
****************************