নদীর তটে পুঁতে এসেছি আমার কৌপিন
স্নান সেরে মানুষের গায়ের গন্ধ নেব বলে ।
রেখে এসেছি সত্য প্রেম পবিত্রতা
হে আকাশ পাহারা দাও
সত্যনিষ্ঠ ঋষির মতো ছুঁয়ে দেখ
কোনোখানে রক্তের কোন চিহ্ন নেই ।
কিছুদিন থাকি গুপ্তযোগী হয়ে
মানুষের খুব কাছে যেমন থাকে প্রেম
তবু কেঁদে মরে প্রেম দাও বলে ।
ফিরে যাবো তারপরে নদীর কিনারে
পরে নেব আমার কৌপিন
ততক্ষণ হে আকাশ পাহারা দাও
যেন তাতে রক্তের ছিটে না এসে পড়ে
*************************(