ঘৃণা লজ্জা ভয় ভালোবাসা
তোমরা সব কোথায় ছিলে?
কিভাবে কখন কার কটাক্ষঘাতে
প্রথম সৃষ্টি হয়েছিলে?
তোমরা রয়েছো তাই অনাসক্ত পাতাগুলি
উড়ে যায় চৈত্রের হাওয়ায়
পৃথিবীতে বৃষ্টি হয়,
সবাই  ছেড়ে যেতে পারো একা বসে থাক ভালোবাসা।
নির্মানুষ পৃথিবীর বুকে আদম ইভের কামে
ঝরে পড়েছিলে বৃষ্টির ফোঁটার মতো
সব আশা আর ভালোবাসা ।

আজো দেখি বৃষ্টি হয় ভালোবাসা বিছিয়ে দিতে
শস্যের সম্ভারে।

                         ****