আজকাল মানুষ বড় বেশি কথা বলে
রাজনীতি ধর্মনীতি  অর্থনীতি নিয়ে।
কথার ধার, কথা রাখা, কথা পাড়া অনেক বিষয়েই
কথা কাটাকাটি হয়।
কেন এতো কথা বলে? কী পায় তারা?
এই সব পার্থিব বিষয়ে? কথা বলে জয়ী হতে চায়
রাজদ্বারে কিংবা শ্মশানে।
এতো কথা শুনে মনে হয় মানুষ নিথর মরদেহ
দেখেনি কখনো, দেখেনি শ্মশান।
কথা সেই ম্লান মুখ, কথা সেই ম্লান রাজবাড়ি
এতো কথা শুনে কেঁদে মরে শিল্পিত বিবেক,
বর্ষণোন্মুখ মেঘগুলি বৃষ্টি ঝরাতে এসে
কথা শুনে ফিরে যায় স্তব্ধ গম্ভীর বিষাদে।

আজকাল মানুষ  বড় বেশি কথা বলে
কেন বলে? কী করে ভুলে থাকে মরণের নিঃসীম শূন্যতা?

                         ******