জীবন জানি ছায়ার কিছু কথা
মৃত্যু আনে ক্ষণিক স্তব্ধতা ।

কষ্ট আছে তবুও জীবন চায়
পুড়িয়ে হৃদয় পরশপাথর পায় ।

সেটুকু নিয়ে আলোক যায় ছোঁয়া
স্তব্ধতায় কেবল ওঠে ধোঁয়া ।

অনেক কথা তার পরে যা পাই
কে আর বলে আর কিছু না চাই ?

জ্যান্ত ছায়ার কথার কথায়  সুখ
দেখতে কে চায় স্তব্ধ চিতার মুখ ?

মৃত্যু যেন স্তব্ধ মরুভূমি
চুপটি করেই হারিয়ে যাবো আমি ।

*********************