ভেজা ঘাস পুড়ে যায়
চারপাশে জ্বলছে আগুন
কে জ্বেলেছে তাওতো জানি না
হেসো না শিশু
এ হাসির সময় নয়
মৌন হয়ে থেকো।

মাটির প্রদীপ জ্বলে ঘরে
মানুষ কাঁদছে চরাচরে
এ কান্না শোনার বয়স আছে পড়ে
কেঁদো না শিশু
কান্নার সময় নয়
পারো যদি আঙ্গুল চুষতে চুষতে
মৌন হয়ে থেকো।

পৃথিবীর এ অসুখে আকাশে বাতাসে ভাসে শব
হাসি কান্না হয়েছে নীরব
তুমি মৌন হও শিশু।

**************