সবুজ ধানের ক্ষেত দেখে
পোয়াতি বউয়ের কথা মনে পড়ে কেন ?
কেন মনে পড়ে দেশ ও দশের কথা শুধু ?
পথের পাশেই বেঁধেছ কুঁড়ে ঘর
ওখানেই মিশে আছে
গর্ভিণী বউয়ের দুটি চোখ ,সুমধুর স্বর ।
অনেক মেখেছ বুকে কাদা
দেশ তবু তোমাদের নয়
করুণ চাঁদের মতো সন্তানের মুখ মনে করে
পাথরে দিয়েছ চাপা কবেকার কোমল হৃদয় ।
***************************