অনেক মেখেছ রোদ অনেক ঝরেছে দেহে ঘাম
দেহ কি তোমার ছিল রাতে ?
কালো চুলে কালো রাত একাকী কেঁদেছে অবিরাম
চলে গেল যারা এই দেহে লিখে রেখে নিজেদের নাম
তারা তো বোঝে না কত বেদনার নদী
বয়ে গেছে তোমার শিরায় ।
কলঘরে ঝরে অশ্রু
করতলে ঢাকা তবু জীবনের অমেয় বিস্ময়
হারালে অনেক কিছু
সোজা পথে যা কখনো হারাবার নয় ।
যে হৃদয় কথা বলে ঘাস আর শিশিরের কথা
সে হৃদয় আকাশের মত স্থির নক্ষত্রের মতন উজ্জ্বল
ডুবেনি কখনো পুরুষের রিরংসার ম্লান ঘোলা জলে
অনেক কেঁদেছ তুমি তবুও তোমার হাসি অসীম অতলে
দিয়ে গেছে জীবনের দাম
মন্দিরের কাঁসর ঘন্টা সেখানেই বাজে অবিরাম ।

*****************************