জীবনকে কনে দেখা আলোতে
দেখতে যেও না, বড় ভুল করবে।
আমার মতো জীবনকে আঁকড়ে ধরে
বেশ নাকানি চোবানি খেতে হবে
তবেই বুঝবে কত ধানে কত চাল।
শুধু আলোতে থাকলে চারপাশে কত অন্ধকার
বুঝবে কিভাবে?
বুঝতে পারবে না হরিদাসীকে দেহ বিক্রি করে
কত কষ্টে ভাত জুটাতে হয়
শুনতে পাবে না কিভাবে অন্ধ বনমালী
পথে বসে কাঁদছে তার হারানো উদ্ভিন্ন যৌবনা মেয়েটার জন্য।
চিনতে পারবে না যে জীবন দোয়েলের মানুষের কাছে
তার কোন মূল্য নেই।
জীবনের কনে দেখা আলো নিভে গেলেই বুঝবে
সব পাওয়টাও পাওয়া নয়
এক ধরণের অপ্রাপ্তি।
কাজেই অন্ধকারও গায়ে মাখতে হয়।
*****