কবির ঘরের কাছে থেমে যায় ধুলো বালি ঝড়
তরঙ্গের ফেনা ওঠে লেগে থাকে নখের আঁচড় ।
কখনো দেখেনি কেউ স্কাইস্ক্রেপারের মতো শোক
একা কবি শোক দেখে ঘরে তার পড়েনি আলোক ।
ঘর থেকে ধোঁয়া ওঠে ভাতের গন্ধ আসে ভেসে
নির্জনে কবি শুষে যত ঘৃণা ফেনাটুকু এসে ।
নির্বান্ধব ঘরে তার শুধু ভাসে অক্ষরের ডানা
অক্ষরের ঘ্রাণ নিতে ঘরে তার কেউই আসে না ।
বাতাসে আগুন যত আরও বেশি গায়ে তার জ্বর
ঘরেতে জ্বলে না দীপ ঠিক যেন বিবর্ণ বিবর
বাতাসে সংকেত আসে অভাবের রেণুকণা ঝরে
তারপরে অন্ধকার কবি মরে পড়ে থাকে ঘরে ।
**************************************