যে যেখানে পারো লাভবান হতে পারো
কবির গায়ে লেগে থাক শুধু ছাই
এখন এখানে গোধূলি নেমেছে একা
কবিকে দেবার আর কিছু বাকি নাই ।

অথচ কবি একা একা ভোরবেলা
গায় আজও গান মানুষের চেয়ে সুখ
গায়ে মাখে কবি হৃদয়ের সব ধুলো
দুখ তার পথে থাকে সদা উন্মুখ ।

কবির জন্য কেউ কী কেঁদেছে কভু ?
চিন্তামনির ধনে ধনী সেও তবু ।

**********************