কবির বিয়ে হয়েছিল
কবিতার সাথে ।
অচেনা অজানা অদেখা মেয়েটিকে নিয়ে
একদিন বেঁধেছিল ঘর
অসুন্দর মেয়েটিকে কেউই দেয়নি স্থান
নিজেদের বুকের উপর ।
কবি এনেছিল সাথে
কোন এক উৎসবের রাতে
সেও ছেড়ে চলে গেছে
অনিবার্য ঝড়ের সংকেতে ।
ঝরে গেছে কবিতা আমার
এখন শুনি মরণের শুধু হাহাকার
জীবনের শান্তিসুধা নিয়ে
কখনো হবে কী আর কবিতার গূঢ় অভিসার ?

****************************