পুরস্কার, অর্থ, কীর্তি , সচ্ছলতা সব পায় ঠিকই
তবে সেজন্য লালায়িত না হয়ে নিস্পৃহ থেকে
অহংকার  মুছে ফেলে
নির্জনে সৃষ্টির তপস্যায়
ধীরে ধীরে যে মানুষ শান্ত হয়ে গেছে
পুড়ে গেছে তার দুর্বিপাকে সব,
বাল্মীকির  মতো ব্যথিত চিত্ত থেকে
উঠে  আসে শ্লোক আর কথাগুলি বিষণ্ন প্রহরে
  একে একে হাত ধরাধরি করে
ঝর্ণার মতো ভিজিয়ে দেয় সহস্র হৃদয়,
হৃদয় তার  হয়ে গেছে হৃদয়ের কাছেই বিলয়।
হৃদয় থেকে স্বতোৎসারিত বাণী
অক্ষরে অক্ষরে করে কানাকানি
সেই সব  অকাজের  সঞ্চয়।

বুঝে গেছে পৃথিবীতে শূন্য আর সবই
              সেই শুধু কবি।

                  
                *****