মানুষ এখন নিজেই মারতে জানে
কেন মিছে তুমি খুলে রাখো তরবারি ?
মানুষ নিজেই জ্বলে পুড়ে হয় ছাই
চারপাশে দেখ ক্রোধান্ধ নরনারী ।
প্রতিহিংসা কার কাছে খুলে রেখে
বোঝাবে কিভাবে নিদাঘের খরতাপ ?
মানুষ তো নিজেই প্রতিশোধ পরায়ণ
তোমার মতন দেবী হওয়া বড় পাপ ।
ঘৃণার তীব্র বিষটুকু যার কাছে
কী করে শেখাবে মরণের হুংকার ?
মরণের চেয়ে ম্রিয়মাণ নও তুমি
খুলে রাখো মিছে নরকের দুটি দ্বার ।
কোথায় নাচবে কিভাবে নাচাবে তুমি
কাকে ঢেলে দেবে প্রতিহিংসার বিষ ?
নিজের বিষেই নীল হয়ে যাবে আজ
ক্রন্দনরতা একাকিনী তুমি কবন্ধ নেমেসিস ।
***********************************