মেয়েটির কি দোষ
সে শুধু দিয়েছে চুম্বন কিশোরের কপালে কপোলে
শোনেনি কখনো পাতার মর্মরও হয়
আচম্বিতে বজ্রের নির্ঘোষ ।
যে আলো ঠেকেছিল এসে
বাতাসের বুক ঠেলে দেয়ালের অনেক গভীরে
সেটুকুই দেখেছিল সতৃষ্ণ বালিকা
শোনেনি তারও ভিতরে কত হাহাকার ধ্বনি
এ আলোক এ বাতাস প্রেমের মাঝে
নিয়ে আসে অন্ধকার মেয়েটি জানেনি ।
বসন্তের দাগভরা রুক্ষ চামড়ার মতো
সমাজের এই দেহে একপাশে থেকে গেছে প্রেম
কিশোরী একাকী ।
সে তবু দাঁড়িয়ে রয়েছে আলোর সন্ধানে
ভোরের নিশ্চুপ কুঁড়ি আলোকের
মৌনী মহিমা নিয়ে ফুল হয়ে ফুটে যাবে বলে ।
**************************