আমাকে কালস্রোতে ভাসানোর আগে
ততবেশি বক্ষলগ্ন করার আগে
ঘরের চৌকাঠে কিছুক্ষণ দাঁড়াও সময় ।
এতদিন বড়বেশি সঞ্চয়ী ছিলাম
এতদিন নিজের ভুল দেখিনি কখনো
কখনো ভাবিনি এমন করে
সবই তো ফেলে যেতে হয়
আমাকে বক্ষলগ্ন করার আগে
ঘরের চৌকাঠে কিছুক্ষণ দাঁড়াও সময় ।
সব ছড়িয়ে দেবার পালা এল
গাছেও ফুটে না ফুল আর
দেহে মনে বিবমিষা বেদনার তীক্ষ্ণ প্রহার ।
তুমি না দিলে কে দেবে বাঁচার অভয় ?
আমাকে আপন করার আগে
ঘরের চৌকাঠে কিছুক্ষণ দাঁড়াও সময় ।
**********************