উদ্বেলিত উচ্ছ্বসিত উন্মোচিত হৃদয়খানি
রেখে দিয়ে সংগোপনে  
এতদিন তো হৃদয় দিয়ে
হৃদয়গুলি ঠকিয়ে গেলাম
কিছুই নয় পথের ধারে
কাঁটাঝোপ আর নুড়িপাথর কুড়িয়ে পেলাম ।
এবার নাহয় যন্ত্রণাকে আঁকড়ে ধরে
কিছুক্ষণ জ্যোৎস্না মাখি ।
তুমি বললে সহবাস আর দেহের কথা
কল্পনা নয় বাস্তবতা
ঠকের রাজ্যে সবই তো ফাঁকি ।
আমি তবু শয্যা থেকে উঠে
যাচ্ছি চলে
পথ হারাবো বলে
বলে গেলাম দেবার কিছু রইলো কী আর বাকি?
এবার না হয় কিছুক্ষণ জ্যোৎস্না মাখি ।


*****************************