কিছুই জানি না আমি
এটুকু জানার জন্য
বড় বড় ডিগ্রী নিতে হল ।
কারা এসে খুলে গেছে অর্গলের তালা ?
কারা এসে জেনে গেছে জীবনের মানে ?
তারা নিরক্ষর
তবু তারা সাধনায় বুঝে গেল
মানুষের গায়ে বড় জ্বর ।
ডিগ্রীর আঁচে শুয়ে
আমি মূর্খ দেখি এক অজানার দেশ
বুকে আজ ক্লিন্ন হাহাকার ,
এ শিক্ষায় কালো হয়ে আছে
জীবনের শুধু অন্ধকার ।
**************************