নির্ধনের আদর কোথায়?
অর্থ কীর্তি সচ্ছলতা নেই
কারও কাছে আদর পাবো না জানি
শুয়ে আছি মলিন বিছানায়
তবু দানবের প্রতিস্পর্ধী হতে
অবিরত শুনি তার ডাক
আমাকে বেপথু করে বলে যেন
মানুষের অশ্রুতে তুই বেঁচে থাক।
অবসর নিয়েছি দশ বছর হল
টাকা নেই,বাড়ি নেই,জীবন সাহারার মতো
নেই কোথাও একবিন্দু জল,
ঢাল নেই তরোয়াল নেই নিধিরাম সর্দার আমি
বংশীধারীর কাছে যাব বলে খুঁজি তবু কদমের তল।
***********************