লোকটা খোঁড়া
জন্মের পর থেকেই খোঁড়া
আশ্চর্যভাবে খোঁড়া
সব সময় অপরের সাহায্য ওর দরকার ।
সকালবেলা পূব দিকের অবাকসূর্যের মতো
লোকটার সর্বাঙ্গে তবু সুখ ফুটে ওঠে
সুখ
কারণ সে খুব অল্পে সন্তুষ্ট।
চারবার মাধ্যমিক পরীক্ষা দিয়েও
পাশ করতে পারেনি
নিজের পঙ্গু অবস্থার কথা ভেবে
ওর দুঃখ হয় আবার হাসিও পায়
হাসি পায় এই কারণেই ওর চেয়ে অনেক খোঁড়া
পৃথিবীতে আছে যারা শয্যাশায়ী।
তবে লোকটার একটা গুণও ছিল
স্কুলে প্রতিবছর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায়
ফার্স্ট প্রাইজ পেত
ছেলেরা কেউ দৌড়ে ওর সঙ্গে পারতো না।
***********