সময় যেন ভাঁজ করা শাড়ির ভিতরে ন্যাপথলিন
গন্ধ তার ভিতরে ভিতরে থাকে জেগে
পথ যদিও পেরিয়ে এসেছি পা ফেলে পা ফেলে
কিছু পথ চেয়ে থাকে দারুণ উদ্বেগে ।
বহু পথ  পেরিয়ে এসেছি পায়ে পায়ে
এখনো-তো কিছু পথ বাকি
পথের দুপাশে জাগে শতচ্ছিদ্র খোলস আমার
কার পথ চেয়ে জেগে থাকি ?
আজ তারা ভ্রূ কুঁচকানো মেঘের মতন বৃষ্টির প্রাক্কালে
আমাকেই করছে সওয়াল
কবে যেন কার মুষ্ট্যাঘাতে
অকস্মাৎ ভেঙ্গে গেছে আমার চোয়াল ।
চেয়ে দেখি পড়ন্ত বেলায় নিস্তেজ রোদের মতো
খোলসের দেহে বাজে ক্ষত
বেজে উঠতে পারিনি এখনো পড়ে আছি পথে
ঠোঁট ভাঙ্গা নূপুরের মতো ।

এ নূপুর বাজবে না তবু করি বৃথাই প্রয়াস
খোলসে খোলসে পড়ে ফেলে আসা অতীতের শ্বাস ।

**********************************