কেউ কিছু বলতে পারে
কেউ কিছু ভাবতে পারে
এসব ভাবি না আজ গোধূলি-বেলায় ।
অনতিবিলম্বে এক ঝড় ছুটে আসছে
নদীর ওপারে যেভাবে থেমে আছে কুণ্ঠিত আকাশ
তারই আভাস
পেয়ে গেছি অজান্তে কখন ।
এখন রাস্তায় একা একা শুয়ে আকাশ দেখলে
সকলেই বলে এ এক মাতাল
টেনে তুলে সরিয়ে দেয় রাস্তার ওপারে
পড়ে থাকি ধুলো বালি মেখে ।
তবু কিছু ঘাস
কিছু কিছু ঘাস
কানের কাছে এসে
শোনায় আমাকে দুর্বিসহ দুর্বিপাকে
অনাহারক্লিষ্ট মানুষের বেদনার গান
যে গান শুনে আমার কোলের কাছে
তীর-বিদ্ধ বিপন্ন কপোত এসে পড়ে ।

***********************