কলস্বনা তটিনীর তীরে আমাকে কেউ ডাকে
জন্ম থেকেই রোজ ডাকে ।
এখন দেখছি প্রতিটি মানুষকেই কেউ ডাকে ।
হয়তো সে অশরীরী
কিংবা কোন গভীর নিস্তব্ধতা
তার শরীরী ক্ষুধার টানে কাছে ডাকে
শোনাতে চায় জীবনের ধূসর সংলাপ ।
সেই ডাক কে শুনবে ?
যখন বিবস্ত্র চাঁদ সম্মুখে দাঁড়াবে
খুলে দেবে সব আভরণ
তখনো শোনার সময় নেই
কারণ আমাদের চারপাশে ঘিরে আছে দেহের কুহক ।
সূর্যকরোজ্জ্বল এক মায়াবী সকালে
আজও শুনতে পাই কেউ ডাকে ।
তার ডাকে দিতে পারিনি তো সাড়া
মগ্ন হয়ে আছি তমিস্রার বুকে জান্তব উল্লাসে ।
এখনো রোজ প্রাণের ভিতরে শুনি তার ডাক
তুমিই সত্যি করে বলোতো জীবন
ডাক শুনলেই কি যাওয়া যায় ?
ছেড়ে যেতে পারি এই দেহের কুহক
অ-বিমৃষ্যকারিতার বুকে ?
তবু রোজ কেউ ডাকে ।
******************************