ভালোবাসা বিলিয়ে দিতে পারি
কে কে নেবে বলো?
দেহজ কামনা , ভোগ, যেখানে এসে
নিস্পৃহতা নিয়ে চলে গেছে দিগন্তের দিকে।
যেখানে থেমে গেছে
সহস্র করোটির মণিহীন চোখ
অস্ত্র ফেলে দিয়ে সেখানে বসেছে সম্রাট অশোক
মানুষকে ভালোবাসবে বলে।
সব সুখ ত্যাগ করে বুদ্ধদেব যে আসনে বসে
বুঝেছিলেন," কামনার বিনাশে দুঃখের বিনাশ
নির্বাণ প্রাপ্তি "সেখানেই নিয়ে যাবো।
সেই ভালোবাসা নিতে কী সক্ষম ?
হৃদয় নিভৃতে খুলে দিয়ে দিতে পারি
কে কে নেবে বলো?
******