কে এসে নিয়ে গেল হৃদয় যে তার
বুঝিনি এখনো ।
যৌবনেই বুড়ো হয়ে গিয়েছে হঠাৎ
কে ডাকে পুত্রটির কানে কানে রোজ ?
আহ্লাদী বাতাস এসে মুছে দেয় দু চোখের জল
ডুবন্ত সূর্যের গৈরিক আভায়
নিভে গেছে প্রেম তার
আসবে না মেয়েটিতো আর ।
বসন্তের হাসি আজ শুধু অশ্রুকণা
উদাসী হৃদয় তার চেয়ে আছে
উচ্ছল ঝরণার মতো নমিতা এল না ।
কে ডাকে এখনো তাকে ?
প্রেমের ব্রেক আপ ব্রেক আপ আজ খেলা
মায়ের মায়ার মতো ছায়া নেই
হৃদয় হৃৎপিণ্ড কিছু নেই
কেমন যেন অকস্মাৎ উড়ন্ত চিলের
ডানায় প্রেম উড়ে যায়
কিংবা সে আচম্বিতে চাপা পড়ে অটো রিকশায়
।
****************************