কবে যেন কাটা গেছে হাত
হৃদয়ের বহু কাছে থেকে
তখন বুঝিনি ।
যে প্রেম গিয়েছে চলে
সে তো যাবে বলে এসেছিল
চলে গেছে যাক,
শুধু বুকের মাঝে থাক
সেদিনের আরক্ত নয়ন  ।
যে ব্যথা রয়েছে জেগে
তার স্পর্শে দেখি আজও
দিনান্তের করুণ গগন ।

যে গিয়েছে সেতো এক মায়াবী কাজল
দুটি চোখে এঁকে দিতে চেয়েছিল
জীবনের যত আছে ছল ।


*************************