আগ্নেয়াস্ত্র ফেলে দিয়েছি সমুদ্রের তীরে
আর সমুদ্রের নীরে
মানুষের বুক চিরে চিরে দেখি না রক্তপাত ।
রক্তাপ্লুত মানুষের দেহ আজ বাঁচার কথা বলে
কিছুক্ষণ ভিক্ষা চায় কালো রাতে
পূর্ণিমার চাঁদ ।
কোমরে যা এখনো বাঁধা আছে
তুমি কী দেখতে চাও নারী ?
তা যে কাষ্ঠের তরবারি
সেই অস্ত্র দিয়ে হৃদয় কী চিরে দিতে পারি ?
এখন নাচো আমার পাগলী কন্যা
কিছুক্ষণ মানুষের আস্ফালন দেখে
নারীর ভ্রুণ হত্যা দেখে উলঙ্গ হয়ে নাচো ।
ফুটে উঠুক যোনিমুখে দীপ্যমান কোনো শুকতারা ।
**************************