যতটা পারি নিজেকে শেষ করে দেব
আগুনে পুড়িয়ে দেব গা
এভাবেই পুড়িয়ে পুড়িয়ে
একদিন দেখে নেব
আমার সামনে পড়ে আছে
সংসার পেরিয়ে যাবার শেষ শিলাখণ্ড ।
জীবন মৃত্যুর মাঝে দেখা যাচ্ছে
ট্রাফিকের সবুজ আলোক ।
যতটা পারি নিজেকে শেষ করে দেব
আগুনে পুড়িয়ে দেব গা
শেষ হওয়ার আগে শুধু দেখে নেব
মিলিয়ে গেছে কান্নার স্বর
আমার অঙ্গে কোন কাপড় নেই ।
****************************