পাখিটি যেমন কাঁদে
ভিজে যায় পাখির পালক
গাছ কী তেমনভাবে কাঁদে?
ভিজে যায় ডালপালা
ভিজে যায় এই চরাচর?
নীরব কান্না শোনার আমাদের নেই অবসর।
নারী কাঁদে একা একা
কাঁদে তার অশ্রুসিক্ত প্রথম চুম্বন,
সঙ্গমে লিপ্ত হয়ে আনন্দে উচ্ছ্বসিত নারী ও পুরুষ যখন
কেউই পায় না শুনতে তারাতো সেভাবেই কাঁদছে তখন।
****