যতই ঘৃণা করি দেখি দুয়ার থেকে
লক্ষ্মীর পা দুটো মুছে যাচ্ছেে
আমার দিকে এগিয়ে আসছে
এক অদৃশ্য নরক ।
যতই ঘৃণা করি দেখি নিষ্পাপ উলঙ্গ শিশুটা
মুখ ভার করে বসে আছে
আমার কোলে আসছে না ।
যতই ঘৃণা করি দেখি সেই ঘৃণা
বিষাক্ত সাপ হয়ে ছোবল মারতে
আমার দিকেই এগিয়ে আসছে ।
তখন শুনতে পাই বউয়ের মুখে হাসি ফোটাতে
কে যেন তার মায়ের হাত ধরে বলছে ,
“ এই মুহূর্তে ঘর থেকে বেরিয়ে যা মাগি ”।
এরই নাম নরক
এরই নাম ঘৃণা ।
**************************