ধর্ষিতা কাঁদছে বলছে বাঁচাও
নিরন্ন মানুষ কাঁদছে বলছে বাঁচাও
শোষিতেরা কাঁদছে বলছে বাঁচাও
ওদের অশ্রু ঝরছে পথের ধুলায় ।
আমি আঁচল ভরে কুড়িয়ে
গায়ে মাখতে পারতাম
ওদের মুখে হাসি ফোটাতে পারতাম
নিরন্ন মানুষকে খেতে দিতে পারতাম
কিন্তু বড়ো অসহায় গুটিকয় ইন্দ্রিয়ের
বশীভূত হয়ে
আমি নত হতে পারি না ।
যদি নত হতে পারতাম
ধুলো থেকে কুড়িয়ে নিতাম মুক্তোর মতো অশ্রুবিন্দুগুলি ।
জানি আমি তখন সর্বাঙ্গ দিয়ে রক্ত ঝরবে
এভাবেই রক্ত ঝরিয়ে যন্ত্রণার হাত ধরে
হাত ধরে হাত ধরে
কাঁটাঝোপ লতাগুল্ম পেরিয়ে শুনতে পেতাম
সাগরের ওপার থেকে
এক সঙ্গীত ভেসে আসছে
যা আজও শুনতে পাইনি
নত হতে পারি না বলে ।
হয়তো এ জীবনে আর নত হতে পারবো না
সেই সঙ্গীত শোনা হবে না ।
***************************