আরও যদি জন্ম হয়
ফিরে আসি পুরুষের বেশে
তখন আমি কোথায় রেখে আসব মদির কামনা ?
কী চাওয়ার আছে ?
একথা ভেবে আজ আর নারীকে ছুঁয়েও দেখি না
আঁধারের বুকে প্রদীপ জ্বালি না ।
এ জন্মে আমার দীর্ঘশ্বাস
পাড়ি দেয় দিগন্তের দিকে
কতকাল শুয়ে আছি অন্ধকারে নারীসঙ্গ ছাড়া
এত একা শুয়ে আছি মুছে দিয়ে
দেহ দেহান্তরের অভীপ্সা
আমি কী পুরুষ আছি আর ?
তখন কী সারাদেহে ঝরে পড়বে ফুল ফল পাতা ?
আমায় আপন করে চিনে নেবে ঐ দেবদারূ ?
কেউ ভাতের থালায় এক চামচ ঘি দিয়ে বলবে
এটুকু খেয়ে নাও ?
আরও যদি জন্ম হয়
সেকথা ভেবে অন্ধকারে প্রদীপ জ্বালি না
নারীকে ছুয়েও দেখি না ।
আমাকে জড়ায় আজ বেদনার অব্যক্ত সংকোচ ।
******************************