যদি দিতে পারো অহংকার অভিমানের গরল পেয়ালা
আমি নিতে পারি ।
ভালোবাসা আজ বড় সহজলভ্য হয়ে গেছে
মেঠো ইঁদুরের মতো গর্তে রাখে স্বার্থের সম্বল
কিংবা আজ
এঁটো হতে হতে হয়ে গেছে বাজারের পণ্যদ্রব্য যেন ।
এখন আর চুম্বনে জাগায় না শিহরণ
যেন বহু ব্যবহৃত হয়ে পড়ে আছে নর্দমায়
হারিয়ে গিয়েছে অন্যলোকে সব তার আকর্ষণ
বড় বেশি সহজে মানুষ যাকে পায়
তা কী সত্যি ভালোবাসা ?
আমি আজ কারও কাছে করি না সে আশা
চাই অন্য মন
চাই না চুম্বন
যদি দিতে পারো সব বিষ মনের অহংকার সব
সহজেই গিলে দিতে পারি
অর্থহীন সেই বিষোদগার ।
বিনিময়ে ভালোবাসা দেব
ফিরিয়ে দিতে দিতে সেই ভালোবাসা
শুয়ে যাবো অন্য গ্রহে উজ্জ্বল বিভায়
মানুষের কাছ থেকে বহুদূরে শান্ত নীলিমায় ।
***************************