জীবনকে চুম্বন করে যাবো একদিন
গোধূলি বেলায়
তখন গৈরিক বর্ণের সূর্য শিয়রে এসে নিঃশব্দে দাঁড়াবে
সাক্ষী থেকে যাবে আঁধার ঘনিয়ে আসার প্রাক্কালে
তারা-দল কিভাবে উঁকি মারে আকাশের বুকে ।
এতদিন পৃথিবীতে থেকে যেখানে যাবার নয়
সেখানেও চলে গেছে আমার হৃদয়
পূজার প্রদীপ নিভে নিভে গেছে দমকা বাতাসে
ভাবিনি কখনো ক্ষীণ আয়ুরেখা
সামান্য এসেই থেমে যেতে পারে  ।
জীবন যেখানে এসে থেমে যায়
আমরাতো জানতে পারি না
তাই এত ভোগের লালসা ।
পূর্ণ হবার নয় জীবনের ঈপ্সিত পিপাসা
এটুকু বুঝে জীবনকে চুম্বন করে যাবো একদিন
গোধূলি বেলায় ।
কিংবা বহু বেদনায়
মুষ্টিবদ্ধ এই হাত খুলে যাবে কালের সকাশে ।

****************************