ঐ যে সুন্দরী মেয়ে তুমি ওর কী দেখেছো ?
কতটুকু বোঝো তাকে ?
যে সব পতঙ্গ আগুনে ঝাঁপ দেয়
তারাও বুঝেছে মৃত্যু আত্মহত্যার মতো অন্ধকার ।
বরং বৃন্তচ্যুত পাতা আর ফুলগুলি দেখো ,
বোঝো রূপের ভিতরেও আস্ত এক
কঙ্কালের খটাখট শব্দ
মল মূত্র মাংস চর্বি সব ।
ভাবো , ভেবে দেখো শোকাহত মানুষের মুখ
দুমুঠো ভাতের জন্য যারা হাপিত্যেশ করে।
কাদের জানালা থেকে রবীন্দ্রসঙ্গীত
ভেসে আসে ? কোন মেয়েটির ?
আহা , মৃত্যু কী ওকেও নীরব করে দেবে ?
রূপের আগুনে ঝাঁপ দেওয়ার আগে
শুধু একবার জীবনকে দেখো , বোঝো ।
আমি তো তিনতলা ছাদ থেকে লাফিয়ে
নরম মাটিতে পড়ে জীবনকে বুঝেছি ।
দুঃখের আকাশ ভেঙ্গেছে যেখানে
সেখানেও এত অন্ধকার নেই ।
*****************************