মানুষকে ভালোবাসা আমার জীবনধর্ম।
অবোধ শিশুর মতো হাতে হাত রেখে
ভালোবেসে
কাছে এসে
দেখে যেতে চাই পৃথিবীর আনন্দযজ্ঞে
মানুষ কিভাবে  কখন নিজেকেই চিনে নিতে পারে।
তারপরে বন্ধন গভীর হয়ে যাচ্ছে দেখে
উজ্জ্বল ছুরির নীচে যে অন্ধকার চুপ করে  থাকে
তার পাশ কাটিয়ে চলে যেতে চাই দিগন্তের দিকে।
যেতে তো হবেই
এ আমার জীবনতৃষ্ণা

রক্তকণিকায় মিশে আছে অমোঘ দুঃখের স্বাদে অনিবার্যভাবে।

                      *****