অন্ধকারকে নিবিড়ভাবে পেয়ে
অর্বাচীন ঘরণীর কাছে কবেই পেয়েছি
আলোকের সারাৎসারে নিগূঢ় আঘাত
তবুও ধরেছি তার হাত
মুখোমুখি বসেছি দুজনে।
দেখেছি জীবনকে পায়ে দলে চলে যেতে
মৃত্যুর শাণিত বিস্তার
বুঝেছি তখন , বাঁচা মানে

মরণের কাছে লিজ নেওয়া অদ্ভুত আঁধার।

                ******