মানুষকে ভালোবেসে ভালো করে দেখো
মানুষের মতো করে দেখার চেষ্টা করো
আপাদমস্তক ।
দেখবে একটি ছোট্ট শিশু হাসতে হাসতে
তোমার কোলের কাছে ছুটে আসছে
আমরাতো ওরই পূজা করি ঘরে বাইরে মন্দিরে
এরই নাম জীবন ।
মানুষকে হৃদয় দিয়ে ভাবার চেষ্টা করো
শতবার ধরে খুবই আপন করে ।
দেখবে তুমি নিজেই তোমার চিন্তার পথে
বাধা হয়ে দাঁড়িয়েছো ,
তোমার ভিতর থেকে উঠে আসছে
কতকগুলো বিষধর সাপ
তোমাকেই ছোবল মারতে ।
এরই নাম মৃত্যু ।


****************************