জীবন মৃত্যুর মাঝখানে
কোন এক ভিখারিণী আজও রয়েছে দাঁড়িয়ে
শুকনো পটলের ফালির মতো যোনিটুকু তার
নিদাঘের বিষণ্ণ কাকের ডাকে
হয়েছিল হঠাৎ সরব ।
পেটের জ্বালায় আমাকে সে দেহ দিতে চেয়েছিল ,সাজাতে চেয়েছিল চিতা ।
দেখেছি তার ভিক্ষার থালায়
চাল নেই ,বিন্দু বিন্দু রক্ত জমে আছে ।
পালিয়েছি ছুটে জীবন মৃত্যুর মাঝখানে
এত রক্ত দেখে ।
কিন্তু কোথায় পালাবো ?
মানুষের অশ্রুর বন্যায় ভেসে গিয়ে
হয়তো বা এরপরে নিজের চিতা নিজেই সাজাবো ।
***************************