জীবন যেখানে হাঁটে
সেখানেই আজও হাঁটি আমি ।
হৃদয়ের এই সব কালি আর কাদা
এখনো চলেছি মেখে সকালে সন্ধ্যায়
শুধু তোমাদের ভালোবাসি বলে ।
লোভ হিংসা কুটিল কটাক্ষে
এখনো রয়েছে ঢাকা সর্বাঙ্গ আমার
শুধু জীবনের কাছে আছি বলে ।
জানি আমি এক লহমায় ধুয়ে দিতে পারি
হৃদয়ের কালি আর কাদা
ভেঙ্গে দিতে পারি সব বাধা
মৃত্যুকে করে আলিঙ্গন ।
জীবন যেখানে হাঁটে
সেখানেই আজও হাঁটি বলে
ভুলে আছি প্রতি পলে জীবনের অদ্ভুত মরণ ।
**************************