যে নারী খাঁ খাঁ রোদে কাঠের বোঝা
মাথায় নিয়ে হেঁটে যাচ্ছে হাটের দিকে
কে বলেছে স্তন তার রোদ্দুরে মলিন?
শিশুটিকে দুধ দিতে দিতে আনমনে
একা চলে যাচ্ছে
পথের ওপারে এক জীবনের পথে ।
তার সারা দেহে নেমেছে একখণ্ড আলোক ।
জীবন আসলে সেই আলোকের শিখা ।
সেই আলোক নেমেছে স্তন্যপানরত
শিশুটির চোখের পাতায়।

**************************