অজান্তে থেমেছে ঝড় ধুলো বালি আছে গায়ে লেগে
আমি তবু অন্ধকারে ডুবে গেছি বেনোজলে একা
সমুদ্র গণ্ডূষে শুষে শুয়েশুয়ে আজো আছি জেগে
কখন কিভাবে আলো এসে যাবে পাবো তার দেখা।

ঝড় কী এতই ভালো ? মানুষ চাইছে কেন শোক?
দুয়ারে নোটিশ সাঁটা প্রবেশ প্রস্থান নেই আর
দুহাতে মেখেছিধুলো ঝড়ে আমি পাইনি আলোক
আমাকে বেপথু করে বাজে আজো করুণ সেতার।

ঝড়ের সময় এলে মানুষের বুকে লাগে তীর
কেউ এসে তুলে দেয় সন্তর্পণে মোহের প্রাচীর
কালো কুৎসিত মেয়ে স্বর্গের ঊর্বশী হয়ে পড়ে
মহুয়াই মউ হয়ে নগ্ন হয়ে পড়ে সেই ঝড়ে।

                           *******