কখনো কখনো বুকের ভিতরে ঝড় বয়ে যায়
আকাশের তারা সব গুঁড়ো গুঁড়ো হয়ে পড়ে
আমাদের মাটির মেঝেতে
লজ্জায় মুখ লুকায় অভিমানী চাঁদ ।
ঠিক সেই মুহূর্তে বিভূতির মতো
ভোগবাদী পুরুষেরও মনে হয়
এ জীবন ঝড় শুধু
এইসব মদির কামনায় ঝড়ের পূর্বাভাস ।
প্রেতাত্মার শীতল শ্বাসের মতো জীবনের চারপাশে
ঝড় বয়ে যায়
স্পষ্ট হয়ে ওঠে শ্মশানের বন্ধুর পথ ।
আসলে ঝড় আসার অপেক্ষা করা ছাড়া
মানুষের জীবনে করার কিছু নেই ।

************************