কাকটা রোজই ডিস এন্টেনায় বসে
কা কা করে জ্বালাতন করত।
ওর কর্কশ রব  অন্তত  একদিন বন্ধ করব বলে
ভাতের সঙ্গে বারুদ মেখে খাইয়েছিলাম ।
দেখলাম মরেনি,এন্টেনায় বসে আছে চুপ করে
কাকটার ঝিমুনি এসেছে।
ভাত খেতে বসে ভাবলাম পৃথিবীর মানুষও সব
বারুদ খেয়ে ঝিমুচ্ছে
নড়াচড়া করার শক্তি নেই ঠিক আমার মতো।
কাকটা তবু তো চিৎকার করত
মানুষের সেই শক্তিও নেই
কেন মিছে বারুদের ঘ্রাণে
ওকে পাখি থেকে মানুষ করে দিলাম?
সত্যি আমি আহাম্মক।

******************