যেদিন আমরাও বলবো
রাত, তোমার ঐ দাউ দাউ অন্ধকারের
এক অদ্ভুত মায়া আছে
আছে নিঃসীম শূন্যতায় মুক্তি
সেদিন পৃথিবীর সব মিথ্যা মনে হবে।

যেদিন আমরাও জেগে উঠবো সেদিন
বুঝতে পারবো এই পার্থিব উপকরণগুলি
শুধু ভোগের আকাঙ্ক্ষাই জাগিয়ে তোলে
নিবৃত্তির পথ দেখায় না সেদিন সব ফেলে তোমার
অন্ধকারময় মুক্তির দেশে ছুটে যাবো।
আকুলভাবে বলবো ওগো রাত,

তোমার বুকে স্থান দাও
শিখিয়ে দাও মোহমুক্তির গান।