বহুকাল ধরে বসে আছি
মানুষের কোন কথা, কোন শব্দ শুনতে পাই না এখন
স্থির হয়ে গেছে সব ফিসফাস কথার ছলনা
মরে গেছে স্তব্ধতায় চাওয়া আর পাওয়ার বেদনা।
সেই পথে চলাফেরা যে করে
সেই বুঝে যে শব্দের শব্দ নেই
তার মাধুর্য অপার।
আমিও নির্জনে বসে এই সব রজনীতে কামনার
কালোমুক্তো একা একা গুনি,
দেহান্তর্গত সেই শব্দে মুক্তির বার্তা আজো শুনি।
*****