সুনীলকে  কে কথা দিয়েছিল
‘ উদাসীন সঙ্গম ’শেখানোর আমি তা জানি না।
আমি কিন্তু অজান্তেই শিখে গেছি
সব মুদ্রা সব তার ভাষা ।
দেখেছি মা রূপী  নারী আজ দাঁড়িয়েছে
প্রেমের সকাশে
পড়ে আছে তারা আর রাত
আমি সেই রাতের গভীরে দীর্ঘকাল  
সঙ্গমেই লিপ্ত হয়ে আছি ।
এই দেহ তার বুকে মিশে গেছে রোজ
পেয়েছি জ্যোৎস্নার ঘ্রাণ রাতের গভীরে ।
বুঝেছি দেহসুখ সব সুখ নয়
অনন্ত রাতের বুকে পড়ে আছে আমার হৃদয় ।
গলে গেছি মিশে গেছি রাতের সেই
যোনির ভিতরে
পড়ে আছে পৃথিবীতে কামনার সবটুকু ছল
দূর থেকে শুনি তবু  বেদনার বিষণ্ণ মাদল ।


***************************